নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ফরিদ মোল্লা (৫৭) নামের একজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে বেশ কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া উভয় পক্ষের একাধিক মামলা চলমান রয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে মিলন মোল্যা পক্ষের সানোয়ার নামের একজনকে একা পেয়ে আফতাব মোল্য পক্ষের লোকজন মারধর করে। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহতদের মধ্যে আফতাব মোল্লা পক্ষের ফরিদ মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে তিনি সেখানে মারা যান।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিচালনা করছে। এ ঘটনায় আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।