সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পিএম

চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের কাছে নিপুন সাহা (২৩) নামের এক যুবককে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। আহত নিপুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা চলাকালে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি মারা যান। এ ঘটনা চুয়াডাঙ্গায় জানাজানি হলে শহরের পরিস্থিতি থমথমে হয়ে পড়ে। এ ঘটনার জের ধরে শহরে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে মানুষ। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গত শনিবার রাত ৯টার দিকে শহরের টাউন ফুটবল মাঠের কাছে প্রতিপক্ষ একদল যুবক নিপুন সাহাকে কুপিয়ে আহত করে। নিপুন চুয়াডাঙ্গা শহরের বাজারপাড়ার কৃষ্ণ সাহার ছেলে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই নিপুনের চিকিৎসা চলছিল। 

ওসি আরও জানান, শহরের ফল ব্যবসায়ীদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে দুদল যুবকের মধ্যে গত শুক্রবার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়। পরদিন শনিবার এ ঘটনার জের ধরে নিপুন সাহাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। 

নিপুন মারা গেছে এমন খবর চুয়াডাঙ্গায় জানাজানি হলে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে পুলিশের একাধিক টিম শহরে টহল শুরু করেছে বলেও জানান ওসি খালেদুর রহমান। 

খালেদুর রহমান বলেন, ‘নিপুনকে আহত করার ঘটনা নিয়ে ওইসময় নিপুনের স্বজনরা কোনো মামলা করেননি। তারা বলেছিলেন, চিকিৎসা শেষ করে এসে মামলা করবেন। নিপুনের ওপর হামলার সাথে জড়িতদের আটক করার ব্যাপারে অভিযান চলছে। রাজশাহীতে আইনগত প্রক্রিয়া শেষ করে নিপুনের লাশ চুয়াডাঙ্গায় নিয়ে আসা হবে।’

যশোরে আফিল মুরগির ফার্মে আগুন লেগেছে। এতে প্রায় ৪৪ হাজার মুরগি পুড়ে গেছে বলে দাবি প্রতিষ্ঠানটির কর্তাদের। তবে কী কারণে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। শুক্রবার...
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টের ভবন থেকে শামীম হোসেন (৩১) নামের এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চেকপোস্টের ইমিগ্রেশন বিভাগে কর্মরত ছিলেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে...
চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরের দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
কুষ্টিয়া পৃথক স্থানে ট্রাকের চাপায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলায় এলাকায় এক নারী এবং গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ভেড়ামারার গোলাপনগরে...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.