সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

কুয়েটে শিক্ষক-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি 

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৩:২৭ পিএম

উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন। ভিসির পদত্যাগের এক দফা দাবি নিয়ে কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষার্থীদের এই দাবি প্রত্যাখ্যান করে এক দফা দিয়ে প্রকৃত দোষী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন শিক্ষকেরা।

আজ বুধবার দুপুর ১২টায় কুয়েট উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ‘দুর্বার বাংলা’ ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় আন্দোলনকারীরা কুয়েটের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনের দেয়ালে উপাচার্যের পদত্যাগ দাবি সম্বলিত পোস্টার সাঁটানো।

এ নিয়ে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থী সেখ মুজাহিদুল ইসলাম বলেন, ‘আমরা পুরো দেশবাসীকে বলতে চাই, আজ এই অন্তর্বর্তী সরকার ছাত্রদের পাশে না দাঁড়ালে তাদের ক্ষমতার কোনো ন্যায্যতা নাই। কোথায় আসিফ মাহমুদ? কোথায় মাহফুজ আলম? কোথায় শিক্ষা উপদেষ্টা? কোথায় আসিফ নজরুল, যিনি জুলাইয়ে রাজপথে নেমেছিলেন? আপনারা কি দেখছেন না কুয়েটের বুকে আবার জুলাই নেমেছে? হাসিনা আমলেও আন্দোলনকারীদের বহিষ্কার দেওয়ার মতো কথা কোনো ভিসি ভাবেনি। তাহলে এখনকার আমলের ভিসিদের স্বৈরাচারিতার দুঃসাহস কারা যোগাচ্ছে? আমরা ইন্টেরিমকে হুঁশিয়ারি দিচ্ছি। গতকালে সারা দেশে কি হয়েছে দেখেন? আপনাদের হুঁশিয়ারি দিচ্ছি আপনারা আমাদের ভিসিকে অপসারণ করেন, শিক্ষার্থীদের ওপর বহিষ্কার এবং মামলা তুলে না দিলে, পরবর্তী জুলাই হবে আপনাদের বিরুদ্ধে।’

শিক্ষার্থীদের দাবি প্রত্যাখান করে কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান শিক্ষার্থীরা।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি প্রত্যাখ্যান করে মানববন্ধন করেছেন কুয়েট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচি থেকে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ সায়েদুল ইসলাম জানান, প্রকৃত দোষী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা।

গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়। হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২ মে থেকে শিক্ষার্থীদের জন্য সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে কুয়েটে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। হল ঘোষণার পর গতকাল মঙ্গলবার রাতে শিক্ষার্থীরা তালা ভেঙে হলে প্রবেশ করেন। 

চট্টগ্রামের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও ছয় মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে গেছে। শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় মাকে...
সড়ক দুর্ঘটনায় ৪ জেলায় প্রাণ গেছে ১০ জনের। এর মধ্যে হবিগঞ্জে প্রাণ গেছে ৪ ইটভাটা শ্রমিকের। ময়মনসিংহ ও সিরাজগঞ্জে দুজন কোরে মারা গেছেন দুর্ঘটনায়। চুয়াডাঙ্গায় বাসচাপায় নিহত ভ্যানের চালক-যাত্রী।
রাঙামাটির কাউখালী উপজেলা সদরের পোয়াপাড়ায় ২২ বছর বয়সী এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা হয়েছে।
বোধনের চট্টগ্রাম যুব বিদ্রোহ উৎসবে বক্তারা
বাংলার ইতিহাসে গৌরবগাঁথা কম নয়। কিন্তু প্রায় স্মৃতির অতলে চলে গেছে আমাদের জাতীয় জীবনের এক অমূল্য বীরত্বগাথা চট্টগ্রাম যুব বিদ্রোহ। সাম্রাজ্যবাদী ইংরেজদের সমস্ত অহংকার চূর্ণ করে দিয়েছিলেন মাস্টারদা...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.