মাগুরায় প্রতিবেশীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল রোববার রাতে সদর উপজেলার আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক হাসান শেখ (১৮) পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। আহতেরা হলেন- মৃত জয়নাল শেখের ছেলে মিজান (৪৮) ও শিপন (৪২) এবং হাসেম আলীর ছেলে পাঞ্জু শেখ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, রাত সাড়ে ১২টার দিকে ওই গ্রামের মানসিক ভারসাম্যহীন রিপন প্রতিবেশী রাজিবের বাড়িতে গেলে চোর ভেবে বেঁধে তাঁকে মারধর করা হয়। রিপনের পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গেলে রাজিবের পরিবারের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রাজিবের ভাই আল-আমিন ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন তাঁদেরকে। এতে রিপনের ভাই মিজান, শিপন প্রতিবেশী হাসান শেখ ও পাঞ্জু শেখ গুরুতর আহত হন।
সেখান থেকে তাঁদের উদ্ধার করে রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন রাত দেড়টার দিকে মারা যান হাসান শেখ। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে রাজিব ও তাঁর পরিবারের সদস্যরা।
ওসি আইয়ুব আলী আরও জানান, এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।