যশোরে বোমা বিস্ফোরণে ৩ শিশু গুরুতর আহত হয়েছে। আজ সোমবার সকালে শহরের শংকরপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
আহতরা হলো—শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদাত হোসেনের মেয়ে খাদিজা (৫) ও আয়েশা (৩) এবং ছেলে সজিব (৬)।
আহতদের পিতা শাহাদাত হোসেন জানান, সকালে বাড়ির পাশে মাঠের মধ্যে খেলার সময় বোমাটি পায় শিশুরা। তারা বল ভেবে সেটি বাড়ির ভেতরে এনে খেলা করছিল। একপর্যায়ে তা বিস্ফোরণ হয়ে শিশুরা গুরুতর আহত হয়।
যশোর সদর হাসপাতালের আরএমও আ ন ম বজলুর রশিদ জানান, বোমার আঘাতে শিশুদের শরীরের বিভিন্ন অঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা স্থানান্তর করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এছাড়া যৌথবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।