সেকশন

রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

কুয়েটে এখনো বন্ধ প্রশাসনিক কার্যক্রম 

আপডেট : ১৯ মে ২০২৫, ০৫:১৫ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের বিচার দাবিতে এবার প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। এতে শিক্ষার্থীদের সনদ প্রদানসহ সব কাজ ব্যাহত হচ্ছে। এদিকে, সোমবার দুপুর ১২টা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। 

গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা। একই দাবিতে পর দিন ৭ কার্যদিবসের আল্টিমেটাম দেওয়া হয়।  

সেই সময়সীমা শেষ হয় গতকাল রোববার। এদিন দাবি আদায়ে প্রশাসনিক কার্যক্রমও বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি।

কুয়েট শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক ড. মো. ফারুক হোসেন বলেন, ‘শিক্ষকদের কর্মসূচির কারণে কুয়েটের প্রশংসাপত্র প্রদান, খাতা দেখা, পরিকল্পনা উন্নয়ন, হল ব্যবস্থাপনা সকল কর্মকাণ্ডে বন্ধ রয়েছে। দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আবারও উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।’

এর আগে, শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও শিক্ষকরা না ফেরায় দেখা দেয় অচালবস্থা। সংকট কাটাতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই প্রশাসনের। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের।

এদিকে, কুয়েটের রেজিস্ট্রারের দাবি, সংকট নিরসনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব চেষ্টাই চলছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিসুর রহমান ভূঁইয়া বলেন, ‘গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি কুয়েটেন অপ্রীতিকর এবং শিক্ষক লাঞ্চিতের ঘটনায় ৩৭ শিক্ষার্থীর বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে তা সঠিক।’

শিক্ষার্থী এবং শিক্ষকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে ৩ মাস ধরে বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা।

যশোরের অভয়নগরে হাসান শেখ (৩০) নামে এক প্রবাসীকে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন যুবককে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সারা দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আবারও চালু করা হয়েছে করোনা ইউনিট। ৪০ শয্যার আইসোলেশন বেডের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ১০টি আইসিইউ বেড। র‌্যাপিড...
কুষ্টিয়ার মিরপুরে অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে অনিক ইসলাম (১৮) নামে চালকের এক সহকারী নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্সের ভেতর চালক ঘুমিয়ে পড়ায় অনিকই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে। এ...
যশোরের বেনাপোল রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পোর্ট থানা-পুলিশ। অভিযোগ উঠেছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পরে স্বামী আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি, তাদের...
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে যাচ্ছে নেপাল। আজ রোববার মধ্যরাত থেকে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। পিটিআইয়ের...
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে ফের নগর ভবনে অবস্থান নিয়েছেন তাঁর সমর্থকেরা। নগর ভবনে উপস্থিত রয়েছেন ইশরাক নিজেও। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.