সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
Independent Television
 

কুষ্টিয়ায় ডাম্প ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

আপডেট : ২০ মে ২০২৫, ০৮:১৩ পিএম

কুষ্টিয়ার মিরপুরে ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুখোমুখি সংঘর্ষে একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার যোগিপোল এলাকার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার (৪০) ও একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৯)। নিহত দুজন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হাসপাতালের ১০নং ওয়ার্ডে চিকিৎসাধীন আহত ব্যক্তির নাম প্রশান্ত হালদার (৩৫)। তিনি জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চর দামুকদিয়া গ্রামের বলাই হালদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেল নিয়ে মিরপুরের দিকে যাচ্ছিলেন তুষার ও রাব্বি। যোগিপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুষার ও রাব্বি রাস্তায় ছিটকে পড়ে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। এসময় তাদের মোটরসাইকেলের পেছনে থাকা আরেকটি মোটরসাইকেল ও পাখিভ্যানে ধাক্কা লাগে। এসময় পাখিভ্যানের যাত্রী ও মোটরসাইকেলে থাকা প্রশান্ত নামে এক যুবক রাস্তায় ছিটকে পড়ে। এদের মধ্যে তুষার, রাব্বি ও প্রশান্তকে উদ্ধার করে স্থানীয়রা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তুষার ও রাব্বির মৃত্যু হয়।

হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রশান্ত হালদার বলেন, ‘আমার মোটরসাইকেল পেছনে ছিল। ট্রাকের সঙ্গে সামনের মোটরসাইকেলের সংঘর্ষ হলে আমার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। তখন আমিও রাস্তায় ছিটকে পড়ি।’

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম মৃত‌্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) নাসিম রেজা নীলু বলেন, ‘ঘটনা শোনার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে মোটরসাইকেলটি পুড়ে গেছে।’    

কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, ‘জানতে পেরেছি দুজন মারা গেছেন। ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে।’

নীলফামারীর সৈয়দপুরে ‘শ্যামলী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিয়ে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজার সংলগ্ন...
গাজীপুরের কাপাসিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা–ছেলেসহ তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কাপাসিয়া উপজেলার জামিরারচরে এ দুর্ঘটনা হয়।
কুষ্টিয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছ‌রের এক বৃদ্ধের বিরুদ্ধে। ধর্ষণের এই অভিযোগ মীমাংসা করতে গ্রা‌মে সালিস বৈঠকের আয়োজন করে গ্রামের মাতবররা। এদের ম‌ধ্যে...
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টায় কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 
সরকারের উপদেষ্টারা আদালতকে তোয়াক্কা না করে আইনি জটিলতাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ বুধবার মেয়রের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে...
ফেসবুকে ভিডিও কনটেন্ট সম্পর্কিত বড় এক পরিবর্তন আসতে চলেছে। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে শেয়ার হওয়া সকল নতুন ভিডিও অচিরেই রিলস হিসেবে বিবেচিত হবে। গতকাল মঙ্গলবার (১৭ জুন) ফেসবুকের মালিক...
নরসিংদীর পলাশে সন্ত্রাস, চাঁদাবাজির প্রতিবাদ করাসহ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মেয়র প্রত্যাশী বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলের ওপর হামলা করে তাঁকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.