খুলনার ফুলবাড়ীগেট ইষ্টার্ন গেট এলাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাশকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ‘উত্তেজিত জনতা’। আজ মঙ্গলবার বিকালে ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে। এসআই সুকান্ত দাশের বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘এসআই সুকান্ত ওখান থেকে থ্রি হুইলার পরিবহনে করে যাচ্ছিলেন। এসময় উত্তেজিত জনতা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।’
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন, ‘এসআই সুকান্ত বর্তমানে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নগরীর সোনাডাঙ্গা মডেল থানা ও সদর থানায় কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মনার বাড়ির ভাঙচুর ও একটি জিআর মামলা রয়েছে। এছাড়াও আদালতে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।’