বাগেরহাটের ফকিরহাটে একটি মেটাল কারখানায় ঢুকে সশস্ত্র ডাকাত দল নিরাপত্তা প্রহরীদের বেঁধে রেখে কোটি টাকার সরঞ্জাম লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে টাউন নওয়াপাড়া এলাকায় অবস্থিত ‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ’ নামের ওই প্রতিষ্ঠানে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত এই ডাকাতি হয়।
‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ’ হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি সহযোগি প্রতিষ্ঠান। সম্প্রতি এই কারখানাটি চালু হয়েছে। শনিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ডাকাতির ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।
কারাখানার নিরাপত্তা প্রহরীরা সাংবাদিকদের জানায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে মুখোশ পরা ১৫/২০ জনের একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে কারাখানায় ঢোকে। পরে তারা ভেতরে থাকা সাতজন নিরাপত্তা প্রহরী ও চারজন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে দড়ি দিয়ে বেঁধে ফেলে। ডাকাতরা কারখানায় রাখা ১৫ টন অ্যালমুনিয়ামের বার, আড়াই টন তামার তার এবং একটন বৈদ্যুতিক তার দুটি ট্রাকে বোঝাই করে খুলনার দিকে চলে যায়।
হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মহাব্যবস্থাপক (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘কারখানার শ্রমিকদের আটকে রেখে অ্যালমুনিয়ামের বার, আড়াই টন তামার তার এবং একটন বৈদ্যুতিক তার লুট করে ট্রাকযোগে নিয়ে গেছে ডাকাত দল। এসব মালামালের বাজারমূল্য কোটি টাকার বেশি হবে।’
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, ‘শনিবার ভোর ৫টার দিকে খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে জানতে পারি একদল ডাকাত নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের ভয় দেখিয়ে কারখানার বিভিন্ন ধরনের মালামাল নিয়ে গেছে। এই ডাকাতির ঘটনায় কারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।’