যশোরের মনিরামপুরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের নাজমুল হোসেন (৪০) ও গাইবান্ধার শেখহাটি উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের রতন হোসেন (২৭)।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বাবলুর খান জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস মণিরামপুর ডিগ্রি কলেজের অদূরে একটি যাত্রীবাহী ভ্যানে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানে থাকা সকলেই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমুল ও রতনকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা হাইওয়ে পুলিশের সহায়তায় বেগারিতলা নামক স্থানে গতিরোধ করে বাস ও চালক আব্দুল গনিকে আটক করে।