সেকশন

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
Independent Television
 

ঝুঁকিপূর্ণ ঘোষণার ৩ বছরেও সংস্কার হয়নি জামালপুর জেনারেল হাসপাতাল

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৯:৪১ এএম

জরাজীর্ণ ভবনেই চলছে জামালপুর জেনারেল হাসপাতালের কার্যক্রম। ঝুঁকিপূর্ণ ঘোষণার তিন বছর পরও সেটি সংস্কারে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। দুর্ঘটনার আশঙ্কার মধ্যেই অনেকটা বাধ্য হয়ে হাসপাতালে যাচ্ছেন চিকিৎসক ও রোগীরা। এদিকে নতুন ভবন নির্মাণে উচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জামালপুর শহরের পাথালিয়া এলাকায় ১৯৪৬ সালে জেনারেল হাসপাতাল নির্মাণ করে ব্রিটিশ সরকার। ২০০৩ সালে উন্নয়নকাজের পর এর নাম দেওয়া হয় আড়াই শ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতাল। ৭৮ বছরের পুরনো এই হাসপাতালের বহির্বিভাগের অংশটি তিন বছর আগে মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করে গণপূর্ত বিভাগ। মাঝে-মধ্যেই ঘটছে দুর্ঘটনা। তারপরও চলছে চিকিৎসা কার্যক্রম।

আড়াই শ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের একজন চিকিৎসক জানান, ঝুঁকি নিয়ে শঙ্কার মধ্যেই কাজ করেন হাসপাতালে। মাথার ওপর অনেক সময়ই ভবনের পলেস্তারা খসে পড়ে। কখনও কখনও আতঙ্কে টেবিলের নিচেও ঢুকে পড়তে হয়েছে তাঁকে।

হাসপাতালে আসা রোগীরাও বলছেন যে কোনো সময় ভবন ধসে পড়ার আতঙ্কের কথা।

এমন পরিস্থিতিতে রোগীর সেবা যাতে বন্ধ না হয়, সে জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন চিকিৎসকেরা।

এ প্রসঙ্গে হাসপাতালটিতে কর্মরত জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. রবিন বলেন, ‘সরকারের কাছে আমাদের আবেদন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন। আমাদের যেন নতুন ভবনে স্থানান্তর করা হয়। প্রাণ খুলে কোনো রকমের ঝুঁকি না নিয়ে আমরা নিশ্চিন্তে যেন চিকিৎসা সেবা দিতে পারি।’

কর্তৃপক্ষ বলছে, নতুন ভবন নির্মাণের জন্য এরই মধ্যে উচ্চ পর্যায়ে প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন মিললেই শুরু হবে কাজ।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান সোহান বলেন, ‘আমরা গণপূর্তের মাধ্যমে মন্ত্রণালয়ে নতুন ভবন নির্মাণের জন্য চাহিদা দিয়েছি। আশা করছি, তারা যাতে নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া চালু করে দেয়। প্রতিনিয়ত আমাদের স্বাস্থ্য সেবা দিতে ব্যাহত হচ্ছে। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ প্রসঙ্গে জামালপুর গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী এফ এম আশরাফুল আউয়াল রানা বলেন, ‘ওই ভবনটি ভেঙে একটি ১০ তলা, আট তলা বা ছয় তলা ভবন করার প্রস্তাব আমরা দিয়েছি। এটি বর্তমানে অনুমোদনের প্রক্রিয়ায় আছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই প্রক্রিয়া একটু ধীরগতি ছিল। আশা করি, এটা অনুমোদন পেলে আমরা প্রয়োজনীয় কার্যক্রম চালাতে পারব।’

জামালপুর জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে ৫০০ রোগী চিকিৎসা নেন।

নির্মাণের এক বছর পরও চালু হয়নি বরিশালের ২০০ শয্যার শিশু হাসপাতাল। জনবল নিয়োগ না হওয়া ও বিদ্যুতের সাব স্টেশন নির্মাণ না হওয়ায় এ অবস্থা। এসব কারণে বরিশাল মেডিকেল কর্তৃপক্ষের কাছে ভবন হস্তান্তর করতে...
রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত পাঁচজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উদ্ধার করে তাদের ঢামেক হাসপাতালের...
নেত্রকোণার কেন্দুয়ায় পারিবারিক কলহের জেরে পিটিয়ে মামাকে হত্যার ঘটনায় ভাগনেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ভাগনে মাজাহারুল ইসলাম (২১) উপজেলার নওপাড়া ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে বাসিন্দা। মামা...
জামালপুর সদরে মোজাম্মেল হক হত্যা মামলার ৩১ বছর পর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এসময় চারজনকে খালাস...
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সারা থেকে ঈদের পোশাক কিনে রয়েল এনফিল্ড বাইক জিতে নিয়েছেন ঢাকার মো. মজিবর রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘ঈদ উল ফিতর ২০২৫ উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ র‌্যাফেল...
রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী শাহজাহান খানসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে ঢাকার সিএমএম আদালত এ...
ইংরেজি সালের সঙ্গে আমাদের সম্পর্ক যতটা গভীর, বাংলা সনের সঙ্গে তেমনটা দেখা যায় না। কেন বলছি এ কথা? কারো কাছে যদি জানতে চাওয়া হয়, আজ বৈশাখের কত তারিখ? তখন আমরা চট করে তারিখের কথা বলতে পারি না। আমরা...
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এবং কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.