দুর্ঘটনারোধে নেত্রকোণায় ‘নো হেলমেট নো ফুয়েল’ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে চালানো হয় প্রচার। রোববার দুপুরে শহরের হোসেনপুর এলাকায় মোনাকো পেট্রল পাম্পে এই অভিযানের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।
এসময় পুলিশ সুপার বলেন, ‘জেলায় যত দুর্ঘটনায় হতাহত হচ্ছে এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই বেশি হচ্ছে। এ ধরণের দুর্ঘটনারোধে জেলায় থাকা ৩০ টি পেট্রলপাম্পে হেলমেট পরিহিত অবস্থায় না থাকলে কোন মোটরসাইকেলে যেন তেল বিক্রি করা না হয় তার নির্দেশনা দেয়া হয়েছে। কেউ যদি নির্দেশনা না মানে তাকে আইনের আওতায় আনা হবে। দুর্ঘটনারোধে এই অভিযানে সবাইকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, ‘জেলার ৩০ টি পেট্রলপাম্পে ‘নো হেলমেট নো ফুয়েল’ নির্দেশনা পাঠানো হয়েছে। আজ দুপুরে পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশ শহরের পেট্রলপাম্পগুলোতে অভিযান চালানো হয়। এসময় পাম্পে তেল নিতে আসা চালকদের হেলমেট পড়ে মোটরসাইকেল চালিয়ে নিজের জীবন বাঁচানোর ওপর প্রচার চালানো হয়।
এসময় অন্যদের মধ্যে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, শাহ শিবলী সাদিক উপস্থিত ছিলেন।