সেকশন

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
Independent Television
 

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৫ মে ২০২৪, ১১:৩৪ পিএম

নেত্রকোণার কেন্দুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে নারীসহ অন্তত ২৫ জন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই সংঘর্ষ হয়। নিহত আব্দুল কাইয়ুম (৬৫) বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
   
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাজেদুল রহমান সাজু ও পুলিশ জানায়, বিষ্ণুপুর গ্রামে দুই বছর ধরে স্থানীয় আধিপত্য নিয়ে আব্দুল লতিফ ও মাহাবুর রহমান ঝান্টু'র গ্রুপের বিরোধ চলে আসছিল। বেশ কয়েকবার স্থানীয়ভাবে শালিসে দুই পক্ষের বিরোধের অবসান করা হয়। এ অবস্থার মধ্যে আজ শনিবার বিকালে বাড়ির পাশে পতিত জমিতে ফুটবল খেলতে যায় মাহাবুর রহমান ঝান্টু'র গ্রুপের ছেলে শিশুরা। একপর্যায়ে খেলার বল চলে যায় আব্দুল লতিফ গ্রুপের একজনের জমিতে। এনিয়ে দুইপক্ষের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান উভয়পক্ষের লোকজন। সংঘর্ষে মাহাবুর রহমান ঝান্টু'র গ্রুপের আবুল কাইয়ুমসহ উভয়পক্ষে অন্তত ২৫ জন গুরুতর আহত হন। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে আব্দুল কাইয়ুমসহ ১৪ জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্যে বলেন কর্তব্যরত চিকিৎসক। পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে রাত পৌনে ৮ টার দিকে আবুল কাইয়ুম মারা যান।

কেন্দুয়া থানার ওসি এনামুল হক পিপিএম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। থানায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত পাঁচজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উদ্ধার করে তাদের ঢামেক হাসপাতালের...
কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ইমন সরকার (২২) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই সুমন সরকার আহত হয়েছেন। নগরীর টমছম ব্রিজ এলাকার রামমালা এলাকায় আজ মঙ্গলবার...
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার বিরুদ্ধে ছুরিকাঘাতে ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরার ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনের সাত রাস্তার মোড়ে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে মো. আরমান (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবি করে মধ্যরাতে শাহবাগ অবরোধ করেছে একদল শিক্ষার্থী। ‘কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেড’ নামের এ কর্মসূচিতে অংশ নেওয়ারা ঢাকা...
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন জানান, শহিদুল নামের এক ব্যক্তির মাধ্যমে তারা কক্সবাজার আসে। এরপর শহিদুল কৌশলে ছয়জনকেই টেকনাফ নিয়ে আটকে রাখে।
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার দোহায় এ তথ্য নিশ্চিত করেন।  
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত হচ্ছে বর্ণিল বৈশাখী মেলা। আগামী ২৬ এপ্রিল, শনিবার কুয়ালালামপুর মহারাজা লেলা মনোরেল স্টেশনের পাশে কুয়ালালামপুর ও সেলাঙ্গর চাইনিজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.