শেরপুরে ধান খেতে পানি দিতে গিয়ে সেচপাম্পের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে পূর্ব সাত্তারকান্দি এলাকায় আজ বুধবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছাত্তারকান্দি এলাকার মৃত লতিফের ছেলে কৃষক মো. আকরাম হোসেন (৪৫) ও নাউভাঙ্গা চরের মৃত সমেজ উদ্দিনের ছেলে কৃষিশ্রমিক হানিফ উদ্দিন (৫৫)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খুররম জানান, সদরের বাজিতখিলা ইউনিয়নে পূর্ব সাত্তারকান্দি এলাকার আকরাম হোসেন তাঁর সহকারী আব্দুল হানিফকে নিয়ে আজ সকালে ধান খেতে পানি দিতে গিয়েছিলেন। সেখানে সেচপাম্পের তার ছিড়ে আগে থেকেই পাম্প বিদ্যুতায়িত হয়েছিল। সেটি খেয়াল না করে সেচপাম্প চালু দিলে আকরাম হোসেন বিদ্যুতায়িত হন। পরে তাকে বাঁচাতে গিয়ে তার সহকারী আব্দুল হানিফও বিদ্যুতায়িত হয়ে জমিতে পড়ে যান। পরে তাঁদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আলম।