ময়মনসিংহে অপারেশন ডেভিল হান্টের অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৪ ঘণ্টায় মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ বুধবার সকালে পুলিশ সুপার কাজী আখতার উল আলম এসব বিষয় নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার সকলেই আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অনেকেই বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি।
কাজী আখতার উল আলম আরও জানান, আটকদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।