সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Independent Television
 

ময়মনসিংহে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে হামলা

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৮:২০ পিএম

ময়মনসিংহে নারী নির্যাতন প্রতিরোধে আয়োজিত মিছিলে হামলা হয়েছে। আজ বুধবার বিকেলে বাম গণতান্ত্রিক জোটের ধর্ষণ, নারী নির্যাতনের বিচার, আইনশৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে আয়োজিত এই মিছিলে এ হামলা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বাম গণতান্ত্রিক জোটের নেতারা দাবি করেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেলে নগরীর মালগুদাম থেকে মিছিল শুরু করে বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহ জেলার নেতা-কর্মীরা। মিছিল গাঙ্গিনাপাড়ে ঢোকার পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল বাম জোটের মিছিলের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। ‘শাহবাগী গোসল কর’ সহ বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিতে থাকে তারা। 

এর কিছুক্ষণ পর বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে ইসলামি ছাত্র আন্দোলনের একটা মিছিল যুক্ত হয় বলে দাবি করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তারা বলেন, ‘এর পরপরই তারা নতুন বাজার মফিজউদ্দিন প্লাজার সামনে বাম জোটের নেতা-কর্মীদের ওপর যৌথভাবে হামলা করে।’ 

হামলায় আহত হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলার আহ্বায়ক আরিফুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সহ সভাপতি অর্ণব দাস, আনন্দমোহন কলেজের যুগ্ম আহ্বায়ক জুঁইসহ বাম জোটের সিনিয়র নেতারা। 

হামলার পরে বাম জোটের নেতা-কর্মীরা আবারও মিছিল করে। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতার। বাম গণতান্ত্রিক জোটের নেতারা হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর একটা গণতান্ত্রিক প্রতিবাদ মিছিলে বর্বরোচিত হামলা আবারও ফ্যাসিবাদী সংস্কৃতির লক্ষণ। সারা দেশে খুন-ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতা যখন আন্দোলন করছে, সেই আন্দোলনকে শাহবাগী ট্যাগ দিয়ে দমনের চেষ্টা করছে কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী। তারই অংশ হিসেবে আজকে বাম জোটের নেতা-কর্মীদের ওপর এই ন্যক্কারজনক হামলা করল। অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

এ ব্যাপারে ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, ‘শাহবাগী ইস্যুতে আমাদের মিছিলটি টাউন হল থেকে শুরু হয়ে গাঙ্গিনারপাড় গেলে বাম জোটের নেতা-কর্মীরা কটুক্তি করতে থাকে। পরে আমরা তাদের ধাওয়া করি।’ 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘বাম গণতান্ত্রিক জোট এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।’

ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ডসহ ৭ দফা দাবিতে ফরিদপুরে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতাকর্মীরা। শুক্রবার বাদ জুমা শহরের জনতা ব্যাংকের মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক...
মাদারীপুর জেলার শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে শিবচর থেকে আপেল...
মেহেরপুরে ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় জামিন পেয়ে ধর্ষণের ভিডিও প্রকাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। এর আগে ভুক্তভোগীর পরিবার প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করে। কিন্তু পুলিশের এক...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার কথা বলে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসীর একটি এলাকার এই ঘটনায়...
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোররাত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্রাজিলের দুঃসংবাদের এখানেই শেষ নয়। নেইমার ছাড়াও ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন ও ফ্ল্যামেঙ্গোর রাইট ব্যাক দানিলো। এ তিনজনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন রেয়াল মাদিদ্রের তরুণ ফরোয়ার্ড...
বাড়ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের পরিমাণ। প্রতিদিন গড়ে জমা হচ্ছে দেড় শ অভিযোগ। তবে আইন সংস্কার না হলে ই-কমার্স, ব্যাংক, টেলিকম ও স্বাস্থ্যখাতে ব্যবস্থা নিতে পারছে না সংস্থাটি। এতে...
ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে রাশিয়ার প্রতি কঠোর বার্তা দিয়েছে জি-৭ জোটভুক্ত দেশগুলো। গতকাল শুক্রবার এক খসড়া বিবৃতিতে এই জোট বলেছে, রাশিয়া যদি ইউক্রেনের মতো সমতার ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত না...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.