সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

নেত্রকোণায় বর্ষবরণ অনুষ্ঠানে হামলা: যুবদল নেতাসহ ১২ জনের নামে মামলা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪২ পিএম

নেত্রকোণার আটপাড়ায় বর্ষবরণ অনুষ্ঠানে হামলা ঘটনার পর থানায় মামলা দায়ের করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেন। 

আজ মঙ্গলবার দুপুরে আটপাড়া থানায় উপজেলা যুবদলের সদস্য সচিব নূর মোহাম্মদ খান ফরিদকে প্রধান আসামি করে বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করা হয়। 

এর আগে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি বর্ষবরণের ছবি দেখে তারা অনুষ্ঠানে হামলা করেন। এসময় অনুষ্ঠান সঞ্চালককে মারপিট করাসহ ইউএনও ও বিভিন্ন দপ্তরে কয়েকজন কর্মকর্তাকে লাঞ্ছিত করেন তারা।

মামলায় আটপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব ফরিদকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়। 

নাম উল্লেখ করা অন্য দুই আসামিরা হলেন—উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল মিয়া ও মোতাসছির হোসেন ওরফে কাইয়ুম।

মামলার আজহার বলা হয়, প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখ সকাল থেকে আটপাড়া উপজেলার মুক্তমঞ্চে বর্ষবরণের অনুষ্ঠান চলছিল। এতে বিভিন্ন সামজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় পর্ব শুরু হয়। অনুষ্ঠানে হামলার সময় ‘উপজেলা প্রশাসন বিদ্যানিকেতন’ এর শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করছিল। আকস্মিকভাবে উপজেলা যুবদলের সদস্য সচিব নূর মোহাম্মদ খান ফরিদ, যুগ্ম আহ্বায়ক মোতাসছির হোসেন ও কামাল মিয়ার নেতৃত্বে বেশ কয়েকজন নেতা-কর্মী অনুষ্ঠানে হামলা করে এবং ইউএনওকে অনুষ্ঠান বন্ধ করতে বলে। ইউএন কারণ জানতে চাইলে মঞ্চের ব্যানারে কেন স্থান হিসেবে ‘উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্তর’ লেখা হয়েছে? এ কথা বলে মোতাসছিরের নেতৃত্বে নেতা-কর্মীরা মঞ্চে উঠে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে মঞ্চে থাকা ব্যানার ছিঁড়ে ফেলে। এসময় অনুষ্ঠানের সঞ্চালককে মারপিট করে তারা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকে লাঞ্ছিত করে।

আটপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, ‘বর্ষবরণ অনুষ্ঠানে আমি নেত্রকোণায় ছিলাম। তবে সদস্য সচিব নূর মোহাম্মদ খান ফরিদসহ যারা বর্ষবরণ অনুষ্ঠানে হামলা করেছে সেটি অত্যন্ত নিন্দনীয় কাজ।’

নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘আটপাড়ায় বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনা অবগত হয়েছি। জেলা বিএনপি ও উপজেলা বিএনপির মিটিং করেছি। আটপাড়া যুবদলের সদস্য সচিব নূর মোহাম্মদ খান ফরিদসহ হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছি।’

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ‘পহেলা বৈশাখে উপজেলা প্রশাসনের বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদকে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

ময়মনসিংহের ভালুকা-গফরগাঁও সড়কের নন্দিবাড়ি বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্য দুজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা হয়।
শেরপুরের নতুন বাসটার্মিনালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও ঝগরারচর বাজারের মুরগির ব্যবসায়ী মাওলানা হামিদুর রহমান মারা গেছেন। আজ বুধবার দুপুরে শেরপুর নতুন বাসটার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত...
নেত্রকোণার খালিয়াজুরীতে পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছে। আহত হয়েছেন একজন। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা নাগাদ এসব বজ্রপাত হয়।
ময়মনসিংহের তারাকান্দায় ফিসারির পানিতে ডুবে তাওহিদ (৬) ও আফছা মনি (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বালিখাঁ ইউনিয়নের পশ্চিমপাগুলী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তাওহীদ উপজেলার...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.