সেকশন

সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

শেরপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে একাধিক ফাঁটল, স্থানীয়দের উদ্বেগ

আপডেট : ২১ মে ২০২৫, ০৪:১২ পিএম

শেরপুর জেলার ঝিনাইগাতীর মহারশি নদীর তীরের মানুষেরা নির্ঘুম রাত্রিযাপন করছে। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানি বৃদ্ধি পাওয়ার পর একাধিক স্থানে দেখা দিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাঁটল। যেকোনো সময় ভেঙে যেতে পারে নদীর বাঁধ। এতে চরম ক্ষতির মুখে পড়তে পারে বাড়িঘর, ফসল ও প্রতিষ্ঠান। যে কারণে বাঁধ পাহারা দিতে নির্ঘুম রাত্রিযাপন করছে নদী পাড়ের মানুষ। 

ঝিনাইগাতী সদর ইউনিয়নের দীঘিরপাড় ফাজিল মাদরাসা এলাকায় নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। যেকোনো সময় ভাঙতে পারে বাঁধ। এতে ব্যাপক ক্ষতি হতে পারে দীঘিরপাড় ফাজিল মাদরাসা, মসজিদ, বাড়িঘর ও ফসল। যে কারণে মঙ্গলবার সকাল থেকে স্থানীয় লোকজন সারাদিন বাঁধে মাটি দেওয়াসহ ভাঙন ঠেকাতে কাজ করেন। গতকাল সারারাত পাহারা দেন এলাকাবাসী। রাত দেড়টার সময় দীঘিরপাড়ের মোজাম্মেল হক বলেন, ‘আমরা রাত জাইগা বাঁধ পাহারা দিতাছি। এলাকার মানুষ সবাই আছি।’ 

আজ সকালে ভাঙন আতঙ্ক দেখা দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জিও ব্যাগ ফেলাসহ জরুরি কাজ শুরু করলেও জনবল সংকটে স্থানীয় বাসিন্দারাও বাঁধ রক্ষায় অংশ নেন।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আলী আকন্দ বলেন, ‘তিন বছর ধরে ভাঙন হলেও স্থায়ী কোনো ব্যবস্থা হয়নি। এবার বাঁধ ভেঙে গেলে বাড়িঘর, ফসলি জমি ও ফাজিল মাদরাসা তলিয়ে যাবে। গত বছরও বাঁধ ভেঙে আমাদের এলাকার বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে স্থায়ী বাঁধ না করা হলে ফাজিল মাদ্রাসা ও মসজিদ টিকিয়ে রাখা যাবে না।’

স্বেচ্ছাসেবক মহসিন আলী বলেন, ‘প্রতি বছরই বাঁধে মাটি ফেলে কাজ করি। তবে একটি টেকসই সমাধান ছাড়া এই দুর্ভোগ যাবে না।’

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, ‘বাঁধে কিছুটা ভাঙন দেখা দিয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে জিও ব্যাগ ফেলার কাজ চলছে। আমরা সর্বদা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি।’

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও হ্যান্ড ট্রলির সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনকে ময়মনসিংহ...
ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকার হিমালয় ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড় এলাকার একটি ব্যস্ততম শপিংমলের মোবাইল মার্কেটে চুরি হয়েছে। বুধবার সকাল ১০টায় মার্কেটের একটি দোকানের তালা ভেঙে আড়াই শ স্মার্টফোনসহ ১০ লাখ টাকা চুরির অভিযোগ...
জামালপুরে ট্রাকের চাপায় অঙ্কন (২০) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার বিকেলে শহরের বিসিক শিল্প নগরীর সামনের নতুন বাইপাস এলাকায় একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে সড়কে পড়ে গেলে এ দুর্ঘটনা হয়।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিতে পারে ইরান। দেশের পার্লামেন্ট ইতোমধ্যেই প্রণালীটি বন্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন...
রাজবাড়ীর গোয়ালন্দে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে উপ‌জেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির অফিস এলাকায় এই ঘটনা ঘ‌টে। পরে খবর পেয়ে আজ সোমবার সকাল ৯টার...
ইসরায়েলের পক্ষ হয়ে সরাসরি ইরানে হামলা চালানোর পর এবার নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আজ সোমবার বিবিসির লাইভে এ তথ্য জানানো হয়।
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়েছে চরম ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিস। হঠাৎ কেন এই চর্ম  রোগ ব্যাপকভাবে দেখা দিচ্ছে তা নিয়ে স্পষ্ট বক্তব্য নেই চিকিৎসকদের। তবে এটি প্রতিরোধে বাড়তি সচেতনতার ওপর গুরুত্ব দিচ্ছেন...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.