ময়মনসিংহের গৌরীপুরে মো. হুমায়ন কবীর (২১) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার সহনাটি গ্রামে এই হত্যাকাণ্ড হয়।
নিহত হুমায়ন কবীর স্থানীয় বাসিন্দা মো. আব্দুল কাইয়ূমের ছেলে। তিনি সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মনিরুজ্জামান মানিক খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে এই ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। দ্রুত এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি করছি।’
তবে স্থানীয় সূত্র জানায়, মাদকের কারবারি রাসুকে মাদক বিক্রি করতে নিষেধ করায় এই ঘটনা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে কাজ করছি। ঘটনার তদন্তে এই হত্যাকাণ্ডের মূল কারণ জানা যাবে।’
এদিকে বিক্ষুব্ধ জনতা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।