রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘অসুস্থ রেলকে সুস্থ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ কাজ করে যাচ্ছি।’ রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে শনিবার দুপুরে রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় রেলযোগে আগামী ১০ জুন আম পরিবহন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘একসময় ধুকে ধুকে চলেছে। অনেক জায়গায় রেললাইন খুলে বিক্রি করে দেওয়া হয়েছে। লাইন তুলে নিয়ে বিক্রি করা হয়েছে। দক্ষ কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকের নামে বিদায় করা হয়েছে। নানাভাবে আমরা লোক নিয়ে কাজ চালাচ্ছি। লোক নিয়োগের জন্য কাজ শুরু করেছি, সময় লাগবে। রেলপথ অসুস্থ। প্রধানমন্ত্রীর নির্দেশে সুস্থ করার কাজ চলছে। কিন্তু সময় লাগবে।’
আম একটি পচনশীল জিনিস উল্লেখ করে মো. জিল্লুল হাকিম বলেন, ‘সহজে নষ্ট হয়ে যায়। আম পরিবহন খুবই সেনসিটিভ। রেল যে ভাড়ায় আম পরিবহন করছে, এর চেয়ে ট্রাকে করে পাঠাতে ৩ থেকে ৪ টাকা বেশি পড়ে। রেলে আম পরিবহন করলে সেভ হবে। প্রধানমন্ত্রী এটি ব্যবস্থা করেছেন।’
রেলমন্ত্রী বলেন, ‘সমস্যা থাকবেই। একটা কিছু শুরু করলে সমস্যা হবে। ত্রুটি থাকবে। সেগুলো আমরা সমাধান করব। আমরা ডোর টু ডোর সেবা দিতে পারছি না। তবে, চেষ্টা করে যাচ্ছি।’