দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আট জন প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়াসহ বিভিন্ন অভিযোগে তাঁদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
আজ সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, প্রার্থীদের অভিযোগের প্রেক্ষিতে প্রিসাইডিং কর্মকর্তাদের বিষয়ে তদন্ত হয়। এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আট জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের বদলে নতুন নিয়োজিত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
আগামীকাল শিবগঞ্জ উপজেলার ১৬৬টি কেন্দ্রে ভোট হবে। এবার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ১১ প্রার্থী। এ উপজেলা নির্বাচনে এবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য লড়ছেন ১১ প্রার্থী।