২৭ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। এতে করে স্বল্প দূরত্বের মেইল-এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলাচল কলবে। আগামী বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল করবে। এর টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল সোমবার বিকেল ৫টা থেকে।
জানা গেছে, আজ ভোর ৫টার দিকে ঈশ্বরদী রেলস্টেশন থেকে ঢাকা অভিমুখে এবং ভোর সাড়ে ৫টার দিকে রহমপুর অভিমুখে দুটি কমিউটার ট্রেন ছেড়ে যায়।
এদিকে রাজশাহী থেকে সকাল সোয়া ৮টায় মহানন্দা এক্সপ্রেস ট্রেন খুলনা অভিমুকে ছেড়েছে। ট্রেনটি সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদী স্টেশন থেকে খুলনা অভিমুখে যাত্রা করবে।
পাকশি পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় এলাকায় আজ থেকে ৩৪টি লোকাল, কমিউটার ট্রেন চলা শুরু হয়েছে। আগামী ১৫ আগস্ট আন্তঃনগর টেনসহ সবগুলো ট্রেন চলাচল করবে।