নাটোরের গুরুদাসপুরে হারেস উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তাঁর বৃদ্ধা স্ত্রী হলেদা বেগমকে কুপিয়ে জখম করে তারা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার বৃ-চাপিলা আদর্শ গ্রামে গতকাল সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ হারেস উদ্দিন বৃ-চাপিলা গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা হারেস উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট শুরু করে। এসময় বৃদ্ধ হারেস উদ্দিন ও তাঁর বৃদ্ধা স্ত্রী হলেদা বেগম তাদের বাঁধা দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের আঘাত করে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে হারেস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান, এতে আহত হন বৃদ্ধা হলেদা বেগম।
পরে বৃদ্ধার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। এসময় মাসুদ হোসেন নামে একজনকে আটক করে এবং আহত বৃদ্ধাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর জিম্মা থেকে মাসুদ হোসেনকে আটক করে। তাঁর দেওয়া তথ্য মতে মনির হোসেন ও সুমন নামের আরও দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ওসি উজ্জল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৃদ্ধ হারেস উদ্দিন তাঁর পুকুর ও জমি লিজ দিয়ে যে টাকা পেয়েছিলেন সেটি বাড়িতে রেখেছিলেন। সেই টাকা লুট করার জন্য এই ঘটনাটি ঘটিয়েছে দুর্বৃত্তরা। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।