সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

নাটোরে ছাত্রদল নেতার ওপর যুবলীগের হামলা, আহত ১০

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৯:২৮ এএম

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নাটোরের গুরুদাসপুরে যুবলীগ কর্মীদের হামলায় পৌর ছাত্রদলের আহবায়ক শাকিল আহমেদসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চাঁচকৈড় মধ্যপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে গুরুদাসপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জোর করে বিএনপি কর্মী চাল ব্যবসায়ী রিজভী আহমেদ রাকিবের কাছ থেকে ৩০ বস্তা চাল বাকীতে নিয়ে যায়। কিন্তু দীর্ঘদিনেও সেই টাকা পরিশোধ করেনা। গত কয়েকদিন পূর্বে আলমগীরের কাছে পাওনা টাকা চান রাকিব। এরই জের ধরে গত বুধবার রাকিবকে মারধর করে আলমগীর ও তার সহযোগিরা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন রাকিব। এতে ক্ষিপ্ত হয়ে আলমগীর দেশীয় অস্ত্রসহ তার সহযোগিদের নিয়ে রাকিবের চালের আড়তে হামলা চালিয়ে ও রাকিবকে কুপিয়ে জখম করে। 

ঘটনাটি জানতে রাকিব সমর্থকরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষ্যের অন্তত ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে শাকিল আহমেদের অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রায়হান। 

তিনি আরও বলেন, এ ঘটনার পর বিক্ষুদ্ধ বিএনপি নেতাকর্মীরা রাস্তায় নেমে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পিপলু বড়ুয়াসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার...
গাজীপুরের ধীরাশ্রম থেকে নিখোঁজের ৫ দিন পর নাবিলা নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ছাড়া বাড়ির মালিক সাদেক আলী ও ছেলে রামিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুন্সিগঞ্জের গজারিয়ায় আবুল কাশেম হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়। 
নরসিংদীতে মোসা. লিমা আক্তার (২৮) নামের এক প্রসূতির সিজারের সময় পেটের ভেতর ১৮ ইঞ্চির টুকরো মব কাপড় রেখেই সেলাই করে দিয়েছেন এক চিকিৎসক। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই নরসিংদীর সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ...
শুল্ক ইস্যুতে মার্কিন সরকারের সাথে আলোচনা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। এজন্য অর্থনীতির স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে এক হওয়ার তাগিদ দিয়েছেন তারা। 
দেশে মোবাইল গেমিং ও ইস্পোর্টস এখন প্রবেশ করছে এক নতুন যুগে। তরুণদের সক্রিয় অংশগ্রহণ, বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের উপস্থিতি দিন দিন বাড়ছে। এই প্রেক্ষাপটে, বৈশ্বিক...
গত বছর যে সিনেমাগুলো দর্শকদের ভিন্ন রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে, সেগুলোর মধ্যে অন্যতম ‘দেয়ালের দেশ’। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্র শবনম বুবলী ও শরীফুল রাজের অভিনয়ের তুমুল প্রশংসা করেন...
ময়মনসিংহের ভালুকায় দুই সন্তানসহ এক নারীকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনের কাছ থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.