পাবনা সদর উপজেলা ও আতাইকুলা থানার গঙ্গারামপুর মাঠে আসিফ হোসেন (৩২) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
আসিফ সদর উপজেলার পীরপুর গ্রামের মো. আসলাম কসাইয়ের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম।
ওসি বলেন, সদর উপজেলার গঙ্গারামপুর আকিজ জুট মিলের পেছনের মাঠে রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে কে বা কারা তাঁকে হত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।