নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন,পাবনার চাটমহর উপজেলার কেশবপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মোতালেব হোসেন ও একই এলাকার মৃত জয়েন প্রাং এর ছেলে শাহআলম।
স্থানীয়দের বরাত দিয়ে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় ১০ নম্বর ব্রিজের কাছে সিরাজগঞ্জ থেকে নাটোরগামী একটি মোটরসাইকেলের দুই আরোহীকে দ্রুত গতির একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক সহ দুইজন ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটিকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ট্রাকটি শনাক্ত ও ট্রাকের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।