পাবনা ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রুহুল আমিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। জেলা শহরের মেরিল সড়কের কিমিয়া মোড়ে বুধবার রাত সোয়া ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
হামলার শিকার পাবনা ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রুহুল আমিন জানান, জিপগাড়ি নিয়ে বাসায় ফেরার পথে মেরিল সড়কের কিমিয়া মোড়ে গাড়ি থেকে নামা মাত্রই ৭ থেকে ৮ জন যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে।
রুহুল আমিন আরও জানান, কেন তাঁর ওপর হামলা হলো তা তিনি বুঝে উঠতে পারেননি। পরে তিনি পাবনা সদর থানায় বিষয়টি অবহিত করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে সিসিটিভি না থাকায় কাউকে শনাক্ত করা যায়নি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।