সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ৯ মার্চ উপজেলার পাঙ্গাসি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক রয়েছে অভিযুক্ত স্কুলছাত্র। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
শিশুটি যে স্কুলে পড়ে অভিযুক্ত (১৫) সেই স্কুলের শিক্ষিকার ছেলে। তাঁর বাড়িতেই ঘটেছে ঘটনা।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. আসাদুজ্জামান বলেন, গত রোববার সকালে ভুক্তভোগী স্কুলছাত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু যত্ন কেন্দ্র প্রকল্পের আওতায় একটি এনজিও পরিচালিত আঁচল স্কুলে পড়তে যায়। ওই স্কুলের শিক্ষিকার বাড়িতে স্থাপিত স্কুলে পড়তে যাওয়া শিশুটিকে একা পেয়ে শিক্ষিকার ছেলে ধর্ষণ করে বলে জানায় ভুক্তভোগীর অভিভাবকেরা।
ওসি বলেন, ওইদিন দুপুরে ভুক্তভোগী শিশুটি বাড়িতে গেলে তার পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারলে প্রথমে স্থানীয় চিকিৎসকের চিকিৎসা নেয়। এতে অবস্থার উন্নতি না হলে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।