সিরাজগঞ্জের চৌহালীর যমুনা চরাঞ্চলে তারা মিয়া নামের এক খামারিকে শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাতেরা। এ সময় তারা মিয়ার নাতিকে মারধরের পর বস্তাবন্দী করে খামার থেকে তিনটি গরু নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।
গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুরের কাউলিয়া চরে এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কদ্দুস মিয়ার ছেলে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, ‘চাষাবাদ ও গরু পালনের উদ্দেশ্যে তারা মিয়া নাতি খলিলকে সঙ্গে নিয়ে মুরাদপুরের কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে থাকতেন। গতকাল রাতে ডাকাত দল তাদের ওপর হামলা চালায়। ঘরে ঢুকে প্রথমে নাতিকে মারধর করে বস্তায় আটকে রাখে। পরে তারা মিয়ার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর খামার থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের তিনটি গরু নিয়ে নৌকায় করে পালিয়ে যায়।’
ওসি আরও বলেন, ‘যেখানে ডাকাতি হয়েছে, সেটা নির্জন ও চর এলাকা। ডাকাতদের চিহ্নিত করা খুবই কঠিন কাজ। আমরা মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’