নাটোরে এক ছাত্রদল নেতার এইচএসসি পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজ পরীক্ষার প্রথম দিনে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কলেজ কেন্দ্রে যান বনপাড়া শহর ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক রাকিব সরদার। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
পরীক্ষার্থীদের অভিভাবকেরা জানান, এইচএসসি পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে কেন্দ্রের ১০০ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়। তারপরও কেউ কেন্দ্রের মধ্যে অনধিকার প্রবেশ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। কিন্তু এমন আইনের তোয়াক্কা না করে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কলেজকেন্দ্রে পরীক্ষা শুরুর আধ ঘণ্টা আগে ঢোকেন বনপাড়া পৌর ছাত্রদলে যুগ্ম আহবায়ক রাকিব সরদার। কেন্দ্রের মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে রাকিব কথা বলছেন, এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, তিনি সকাল ৯টা ৪০ মিনিটে বনপাড়া কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতে যান। এ সময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরিক্ষার্থী ছাড়া অন্য কেউ ছিলেন না। আসন দেখিয়ে দিতে একজন পরীক্ষার্থীর সঙ্গে কক্ষে প্রবেশ করেন রাকিব সরদার নামে এক ছাত্রদল নেতা এমনটা জানতে পেরেছেন তিনি। এ ঘটনায় কেন্দ্র সচিব উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আর ১৪৪ ধারা অমান্য করায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, উপজেলা প্রশাসনের কাছ থেকে রাকিব সরদারকে আটকের জন্য বলা হয়েছে তাকে। কিন্তু ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত রাকিব সরদার আত্মগোপনে চলে যান। তাকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
রাকিব সরদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, তাঁর ছোট ভাইয়ের প্রবেশ পত্র দিতে কেন্দ্রের মধ্যে যান। প্রবেশ পত্র ভাইকে দিয়ে সাথে সাথে বের হয়ে আসেন তিনি। অসৎ উদ্দেশ্যে কেউ এই ছবি তুলে ছড়িয়ে দিয়েছে। কেন্দ্র পরিদর্শন করার কোনো ঘটনা এখানে ঘটেনি।
পরীক্ষাকেন্দ্রে ছাত্রদল নেতার প্রবেশের বিষয়ে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ‘এমন কোনো সংবাদ আমি পাইনি। আপনার কাছ থেকেই প্রথম জানলাম। তবে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময় কীভাবে বাইরের মানুষ প্রবেশ করে সে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’