সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

পাবনা মানসিক হাসপাতালে ৯ দালালের কারাদণ্ড 

আপডেট : ২৯ জুন ২০২৫, ০১:৫৬ পিএম

পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৯ দালালকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় আজ রোববার সকাল ১০টার দিকে হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। 

আটকের পর দণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কিসমত প্রতাপপুরের গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে মো. মুকাররম (৫০), মুনসুর আলীর ছেলে জহুরুল ইসলাম (৪২), ইসলামপুর গ্রামের মৃত জামাল শেখের ছেলে মো. হালিম (৪০), আব্দুল লতিফ মন্ডলের ছেলে মানিক মণ্ডল (২৪), হেমায়েতপুর গ্রামের মৃত সামাদ শেখের মো. শফিকুল (৫৫), শহিদের ছেলে ছাবিত (১৯),মো. মুনজিরের ছেলে মো. মুন্নাফ (৩১), বুদের হাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে জুয়েল রানা (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জের মৃত ইসরাইলের ছেলে আলমগীর হোসেন (৩৫)। 

এনএসআই ও পুলিশ জানায়, দালালের কাছে প্রায় জিম্মি ছিল মানসিক হাসপাতাল। দূর থেকে আসা রোগীরা দালালদের খপ্পরে পরে নানাভাবে হয়রানির শিকার হচ্ছিল– এনএসআইয়ের এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় হাতেনাতে তাদের আটক করা হয়েছে।পরে পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাস করে কারাদণ্ড দেন। 

বিষয়টি নিশ্চিত করে হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদে তাদের আটক করা হয়েছে। পরে সদর এসিল্যান্ড ও এনএসআইয়ের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়। আমরা শুধু সহযোগিতা করছি। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হবে।’

চাঁদপুরের হাজীগঞ্জে বিশেষ অভিযানে সাত কিশোর গ্যাংসহ ১২ জনকে আটক করেছে যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার সকালে প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেছে চাঁদপুর আর্মি ক্যাম্প।
গাজীপুরের শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে এক স্কুলছাত্রকে তুলে নেওয়ার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে গ্রেপ্তারের সময় একটি খেলনা পিস্তল ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার...
আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুরকে নীলফামারীর চার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদল সভাপতি মনিরুজ্জামান মনিরকে বহিষ্কার করেছে জেলা যুবদল। আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি...
গাজীপুরের টঙ্গী ও ধীরাশ্রম এলাকায় এক পোশাক শ্রমিক ও গৃহবধূ ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। এদের মধ্যে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন পোশাককর্মী এবং স্বামীর দা এর আঘাতে স্ত্রী নিহত হয়েছেন।
অভিনয় ছেড়ে রাজনীতিতে এলেও, এক বছরের মধ্যেই রাজনীতিতে মহা বিরক্ত কঙ্গনা রনৌত! ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হিমাচলপ্রদেশের মান্ডি আসন থেকে বিজেপির প্রার্থী হয়ে জয়ী হন তিনি। কিন্তু সাংসদ হওয়ার পরপরই...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.