হাঁটতে বের হয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর বগুড়ার শাজাহানপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে হাসিন রাইহান সৌমিক নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলার সেনানিবাস বোট ক্লাবের লেকের পানিতে ভাসতে থাকা মরদেহটি সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার করে শাজাহানপুর থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, প্রাথমিক সুরতহালে এটি আত্মহত্যা বা দুর্ঘটনাবশত পানিতে পড়ে মৃত্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, সৌমিকের বিষয়ে পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের স্বজনেরা। তারা জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুষ্ঠু তদন্তের দাবি তাদের।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর হাঁটার উদ্দেশে বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসা থেকে বের হন সৌমিক। এর পর থেকেই তার খোঁজ ছিল না। এ ঘটনায় তার বাবা তৌফিকুর রহমান শুক্রবার সকালে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সৌমিক গ্রাজুয়েশন সম্পন্ন করে উচ্চতর ডিগ্রির জন্য আমেরিকা যাওয়ার প্রস্ততি নিচ্ছিলেন।