অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উত্তরাঞ্চলে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে বগুড়ায় কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শনিবার সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রা শুরু করেন দলের নেতা-কর্মীরা। সেখান থেকে সাতমাথা মুক্তমঞ্চের সামনে গিয়ে পথসভায় অংশ নেন তারা।
এ কর্মসূচিতে যোগ দিয়েছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা। পদযাত্রা শুরুর আগে, শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন নাহিদ ইসলাম।
এনসিপি পদযাত্রার পরবর্তী গন্তব্য জয়পুরহাট ও নওগাঁ জেলায়। নতুন ধারার রাজনীতি নিয়ে ভাবনা ও তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের কাছে তাঁদের স্বপ্ন-প্রত্যাশার কথা তুলে ধরবেন তাঁরা।