নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পানের মতো। এ কারণে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন রাশেদা সুলতানা।
এ সময় রাশেদা সুলতানা প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার নির্দেশ দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রত্যেক প্রার্থীকে সমান চোখে দেখার নির্দেশনাও দেন তিনি।
রাশেদা সুলতানা আরও বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছাড়া গণতন্ত্রের সৌন্দর্য থাকে না। তাই নির্বাচনকে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণসহ প্রথম ধাপে উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট খবর: