পঞ্চগড়ে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শরিফুল ইসলাম সৌরভ নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সৌরভের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এসময় প্রতিবেশী সৌরভ শিশুটিকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খুঁজতে গিয়ে সৌরভের ঘরেই শিশুকে দেখতে পান। পরে শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের মামলা করলে অভিযুক্ত সৌরভকে গ্রেপ্তার করে পুলিশ।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, শিশুটি মা বাদী হয়ে ধর্ষণের মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারসহ আইনি প্রক্রিয়া চলছে।