সেকশন

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
Independent Television
 

সুদের টাকা দিতে না পেরে ১৩ বছরের মেয়েকে ৪০ বছরের যুবকের সঙ্গে বিয়ে!

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৭:২৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মধ্য টিয়াখালী গ্রামে সুদের টাকা পরিশোধ করতে না পেরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ৪০ বছরের যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই মেয়ের ফুফু জোর করে এই বিয়ে দিয়েছে বলে অভিযোগ তাঁর মা-বাবার। শিশুটিকে তুলে নেওয়ার হুমকিতে আতঙ্কে পরিবার। তবে অভিযুক্তের দাবি, তিনি বিয়ে করেননি। পাওয়া টাকা নিতে চাপ দিচ্ছেন। 

মধ্য টিয়াখালী গ্রামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আছিয়া (১৩)। তার বাবা নজরুল সিকদার ফুফু জাহানারা বেগমের মাধ্যমে বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামের শিপন হাওলাদারের কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। দেনায় জর্জরিত নজরুল ৪ মাসেও পরিশোধ করতে পারেননি সেই টাকা। দেনার চাপে নিজ বসতবাড়ি বিক্রি করে হয়েছেন দেশান্তরী। 

জাান যায়, এক মাস আগে ফুফু জাহানার বেগম শিশু আছিয়া ও তার মা খাদিজা বেগমকে বেড়াতে নিয়ে যান তাদের বাড়িতে। এসময় বেড়াতে আসার নাম করে আছিয়ার মায়ের অজান্তে ভয়-ভীতি দেখিয়ে গোপনে বিয়ে দেওয়া হয় শিপন হাওলাদারের সঙ্গে। পরের দিন আছিয়ার কান্নাকাটিতে বিষয়টি জানতে পারেন তার মা। শিপন হাওলাদারসহ ফুফু জাহানারা দলবল নিয়ে আছিয়াকে তুলে নেওয়ার দু’দফা চেষ্টা করলে এলাকাবাসীর বাঁধায় তা পণ্ড হয়।  
 
শিশু আছিয়া বলছে, ‘শিপন ঘুরতে যাওয়ার কথা বলে তার লোকজন নিয়ে আমাকে হুমকি-ধমকি দিয়ে জোর করে কাগজে সই করে নেয়। হুজুর দিয়ে কলমা পড়ায়। আমি এই প্রতারক শিপনের বিচার চাই। আমি লেখাপড়া করতে চাই।’ 

শিশু আছিয়ার মা খাদিজা বেগম বলেন, ‘এক মাস আগে আমার ননদ জাহানারা আমাকে ফোন দিয়ে তাদের বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে। পরে আমি আমার মেয়েকে নিয়ে বেড়াতে যাই। রাত আটটার দিকে আমার ননদ জাহানারা ও শিপন আছিয়াকে নিয়ে পাশের বাড়ি বেড়াতে যায়। রাত বারোটার দিকে   ফিরে আছিয়া কাঁদতে থাকে। তাকে জিজ্ঞেস করলে সে জানায় আমাকে জোর করে শিপনের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আমি বিয়েতে রাজি না। আমাকে যদি তোমরা ওর সাথে দিয়ে দাও তাহলে আমি বিষ খেয়ে মরে যাব। আমি মেয়ে নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি। আমি ওই বাড়ি থেকে মেয়ে নিয়ে কলাপাড়া চলে আসি। পরে শিপন মেয়ে নিতে এলে মেয়ে আমি দেইনি। আমি শিপনের বিচার চাই।’ 

এ বিষয়ে আছিয়ার বাবা নজরুল সিকদার বলেন, ‘আমি ব্যবসায় লোকসানে পরে ধার দেনায় জর্জরিত হয়ে যাই। পরে আমার বোনের মাধ্যমে শিপনের কাছ থেকে আট আনি সুদে পঞ্চাশ হাজার টাকা নিয়েছি। পাওনাদারকে টাকা দিয়ে কাজে চলে যাই। পরে শুনি আমার স্ত্রী মেয়েকে নিয়ে বোনের বাড়ি বেড়াতে যায়। সেখানে শিপন, আমার বোন জাহানারাসহ আত্মীয়-স্বজন নিয়ে জোর করে আমার মেয়েকে কালিমা পড়ায়। আমার মেয়েকে বাল্যবিয়ে দেব না। এসব কথা শুনে আমার কাছে ৭ লাখ টাকা পাবে বলে দাবি করে শিপন।’ 

এলাকার বাসিন্দা মো. ছোবাহান জানান, ‘শুনেছি আছিয়ার বিয়ে হয়ে গেছে। কয়েকদিন আগে শিপনসহ ৪/৫ জন লোক মেয়েকে নিয়ে যেতে চাইলে আমরা বাধা দিই। পরে শিপন লোকজন নিয়ে চলে যায়।’ 

এ বিষয়ে অভিযুক্ত শিপন হাওলাদার বলেন, ‘আমি আছিয়াকে বিয়ে করিনি। নজরুল শিকদারের বাড়িতে গিয়েছি তার কাছে টাকা পাব এ জন্য। তাকে বাড়িতে না পেয়ে ফিরে আসি।’ 

কলাপাড়া মহিলা বিষয় কর্মকর্তা তাসলিমা আখতার বলেন, ‘বিষয়টি শুনে শিশু আছিয়ার লেখাপড়া চালিয়ে যেতে পারে নিরাপত্তার ব্যবস্থা করেছি। বাল্যবিয়ে বাস্তবায়ন না হয়, এ জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জেনে উপজেলা পরিষদ, মহিলা অধিদপ্তর ও স্থানীয় চেয়ারম্যানের সমন্বয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। কোনোভাবেই বাল্যবিয়ে হতে দেওয়া যাবে না। মেয়েটি যাতে সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারে, সে ব্যবস্থা করা হবে।’

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের (আরএনপিএল) ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ‘স্ক্র্যাপ ইয়ার্ডে’ আগুনের ঘটনায় তিন সদস্যের তদন্ত...
পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী সরোয়ার তালুকদারের (৩২) রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবার ও স্বজনদের দাবি, সরোয়ারের আত্মহত্যা করার কোনো কারণ নেই। তাঁকে...
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ জসিমের কলেজপড়ুয়া মেয়ে ধর্ষণের শিকার হওয়ার পর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে গলায় ফাঁস দেয় সে। পরে ঢাকার সোহরাওয়ার্দী...
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. জে এইচ খান লেলিন বলেন, ওই শিক্ষার্থী ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছিল। ধারণা করা হচ্ছে, ওড়না ছিঁড়ে গেলে সে ফ্লোরে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে তাকে...
ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মানুষের জন্য আর্থিক অনুদান দিয়েছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অনুদানের মাধ্যমে সংগৃহীত ফান্ড বুধবার সকালে মালয়েশিয়ান কনসুলেটিভ কাউন্সিল অব...
গণপিটুনিতে নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকেও বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের হামলায় জড়িত...
চলতি মাসের ২৯ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার। গতবছরের একই সময়ের চেয়ে ৩৬ দশমিক ৬ ভাগ বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 
প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ও জম্মু-কাশ্মীর সীমান্তে বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে ভারত। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে হটলাইনে আলাপের সময় ভারতের পক্ষ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.