দিনাজপুরের হিলিতে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন– ফিলিং স্টেশনের ম্যানেজার সাব্বির হোসেন ও লরির হেলপার রাসেল হোসেন। সাব্বির হোসেনের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এবং রাসেল হোসেনের বাড়ি পাঁচবিবি উপজেলার মাতকুড় গ্রামে।
এ ঘটনায় আহত লরি চালক জাহিদুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করেন। চিকিৎসার জন্য তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার দুপুর দেড়টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চৌধুরী ফিলিং স্টেশন থেকে ম্যানেজার সাব্বির হোসেন একটি ট্যাংকলরি নিয়ে তেল নেওয়ার জন্য পার্বতীর ডিপোতে যাচ্ছিলেন। লরিটি হিলি-দিনাজপুর সড়কের লোহাচড়ায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ফিলিং স্টেশনের ম্যানেজার সাব্বির হোসেন ও হেলপার রাসেল হোসেন লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
হাকিমপুর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম ও হিলি ফায়ার সার্ভিসের সহকারী ইনচার্জ আবুল কাশেম জানান, ট্রাকের নিচে চাপাপড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।