দিনাজপুরের ফুলবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় তোজাম্মেল হক (৩৬) ও সোহাগ হোসেন (২৫) নামে দুই হোটেল কর্মচারী নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পৌর শহরের মাইক্রোস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।
এ নিয়ে ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আল মামুন জানান, নিহত দুই শ্রমিক ফুলবাড়ী শহরের দুটি হোটেলে কর্মরত ছিলেন। রাতে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাত যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলচালক তোজাম্মেল হক ঘটনাস্থলে এবং সঙ্গে থাকা সোহাগ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল আল মামুন জানান, মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।