দিনাজপুরের বোচাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সাধক চন্দ্র রায় (২৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে বোচাগঞ্জ উপজেলার রনটি গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাধক চন্দ্র রায় রনটি গ্রামের মৃণাল চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন।
এ বিষয়ে কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, সকালে ওই গ্রামের একটি পুকুরে সাধকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরে মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা পুলিশকে জানায়, গত সোমবার সকালে সাধক বাড়ি থেকে জয়নন্দ বাজারে তাঁর দোকানে যান। এর পর সাধক আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন ভেবেছেন তিনি হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে আছেন। পরে আজ সকালে নিজ গ্রামের পাশে একটি পুকুরে সাধকের মরদেহ ভাসতে দেখা যায়।
মো. মনিরুজ্জামান আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।