সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ না থাকার অভিযোগ এনে নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন সিলেট–৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাব্বির আহমদ।
বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন তিনি।
সাব্বির আহমদ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ সময় তিনি বলেন, বিভিন্ন সময়ে সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এর কোন কিছুই নিশ্চিত করা হয়নি'।
বিভিন্ন জায়গায় তার প্রচারণার লিফলেটও ছিড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ জানান তিনি।
সরকার দলীয় প্রার্থীকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী যখন তখন মাইক বাজিয়ে প্রচারণা করেন, অহরহ আচরণ বিধি ভঙ্গ করেন বলেও অভিযোগ জানান সাব্বির আহমদ। তাই এরকম পরিবেশে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করেন তিনি।