ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘পাহাড়-সমতল সবখানেই সন্ত্রাসীদের গতিবিধি অনুসরণ করছে আমাদের গোয়েন্দা ইউনিট। সন্ত্রাসীদের গতিবিধি বিস্তার আমরা নজরে রাখছি বলেই যথাসময়ে আভিযানিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছি।’
শনিবার বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে এসব কথা বলেন পুলিশ প্রধান।
এ সময় পাহাড়ি এলাকায় জঙ্গিবাদিদের তৎপরতা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘পাহাড়-সমতল সবখানেই সন্ত্রাসীদের গতিবিধি অনুসরণ করছে আমাদের গোয়েন্দা ইউনিট। সন্ত্রাসবাদ দমনে আমাদের গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কাজ গ্রহণ করেছি।’
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আগের চাইতে পুলিশ এখন অনেক সমৃদ্ধ। পুলিশের জনবল বৃদ্ধি পেয়েছে। পুলিশের অনেক ইকুইভমেন্ট বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পুলিশের সদস্য এদেশের মানুষের সকল উৎসবে দায়িত্ব পালন করছে নির্ভিকচিত্তে। সকলের সহযোগীতায় বাংলাদেশের আইনশৃঙ্খলা এখন সমুন্নত রয়েছে। আগামীদিনের যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।’
এসময় তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদে জিরো টলারেন্সনীতি গ্রহণ করেছিলেন ফলে সকলের সহযোগিতায় আমরা জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ নিয়ন্ত্রনে আনতে পেরেছি।’
এর আগে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে স্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক টেরাকোটা ’মৃত্যুঞ্জয়ী’ উদ্বোধন করেন। এতে বায়ান্নের ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ তুলে ধরা হয়েছে। এছাড়া জেলার চা বাগান ও পর্যটন আকর্ষণ ফুটিয়ে তুলা হয়েছে এ শিল্পকর্মে।
পরে পুলিশ সুপার কার্যালয়ে ’বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন পুলিশ প্রধান। এসময় আরও উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জ ডিআইজ শাহ মিজান শফিউর রহমান, সিলেট এসএমপির পুলিশ কমিশনার জাকির হোসেন খান, সিলেট রেঞ্জ অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনিুর রশিদসহ প্রমুখ।