সিলেটে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বন্ধ হয়েছে উজান থেকে নেমে আসা পানির ঢল। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। তবে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
সিলেটে টানা কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা পানির ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় এখনও পানিবন্দী রয়েছে কয়েক হাজার মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায়, সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক তলিয়ে জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে।
গেল ৩০ মে থেকে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। এতে প্লাবিত হয় এই তিন উপজেলার বেশির ভাগ নিম্নাঞ্চল। অনেক সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
আকস্মিক বন্যায় দুর্ভোগে পড়েছেন এ সকল উপজেলার কয়েক লক্ষ মানুষ। পরিবার পরিজন, গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন তারা।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম বলেন, হঠাৎ উদ্ভূত বন্যা পরিস্থিতি সামাল দিতে উপজেলাগুলোতে এরইমধ্যে প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। পানিবন্দী মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে।