সেকশন

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
Independent Television
 

সিলেটের ৩ স্পটে দেড় শ কোটির বালু-পাথর লুট 

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১০:২৪ এএম

সিলেটের ভোলাগঞ্জ, জাফলং ও বিছানাকান্দিতে চলছে বালু ও পাথর লুটপাটের মহোৎসব। রাজনৈতিক পট পরিবর্তনের পর এই তিন স্পট থেকে প্রায় দেড় শ কোটি টাকার বালু ও পাথর লুট হওয়ার খবর পাওয়া গেছে। এসব লুটপাট বন্ধে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি দানিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা)। 

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথেই আওয়ামী লীগ নেতাদের জায়গায় কোয়ারির দখল নিয়েছেন বিএনপি নেতারা। যদিও অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি। তবে এরই মধ্যে লুট হয়েছে প্রায় দেড়শ কোটি টাকার বালু-পাথর।

সরেজমিনে দেখা যায়, ভোলাগঞ্জের ধলাই নদের পাশেই সাদা পাথর পর্যটনকেন্দ্র। এর বিভিন্ন অংশ এবং সংরক্ষিত এলাকা থেকে বালু ও পাথর তুলছেন শ্রমিকেরা। একই দৃশ্য জাফলং ও বিছানাকান্দিতেও। ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিককে দেখে একদল পালিয়ে গেলেও, আরেক দল আসে ক্যামেরা ছিনিয়ে নিতে। এ সময় তারা নানান হুমকি-ধামকি দেন।

ব্যবসায়ীদের অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব কোয়ারির নিয়ন্ত্রণ নিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

সিলেটের তিনটি স্পটে চলছে বালু লুটপাটের মহোৎসব। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনএক পাথর ব্যবসায়ী বলেন, ‘বাংকারের প্রায় কয়েক শ কোটি টাকার পাথ নিয়া গেছে। এভাবেই লুটপাট চলছেই।’

স্থানীয়রা জানান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের অনুসারী স্থানীয় ১০ নেতা ও তাদের সমর্থকেরা এসব কাজে জড়িত। এরই মধ্যে রফিকুল ইসলামসহ কয়েকজনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

প্রশাসনের হিসাবে, ৫ আগস্টের পর দুই সপ্তাহে জাফলং ও ভোলাগঞ্জ থেকে প্রায় ১৪০ কোটি টাকার পাথর লুট হয়েছে। নজরদারির কারণে এখন তা কমেছে বলে দাবি জেলা প্রশাসকের।

সাংবাদিক দেখে একদল পালিয়ে গেলেও অনেকে আসেন ক্যামেরা ছিনিয়ে নিতে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত এক মাসে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে ১০ লাখ ঘনফুট বালু, ৬৫ হাজার ঘনফুট পাথর ও অসংখ্য বারকি নৌকা জব্দ হয়েছে। 

সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের সাথে আমাদের কোনো কোনো নেতা-কর্মীও জড়িয়ে যাচ্ছেন। দলের সম্মান ক্ষুণ্ন করার ক্ষেত্রে, যেকোনো পর্যায়ের নেতা হোক না কেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

প্রশাসনের নজরদারির অভাবে বালু-পাথর লুটপাট করে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ বেলার।

বালু-পাথর লুটপাট বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বেলা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনবেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ শাহেদা বলেন, ‘এই সরকারের বা কর্তৃপক্ষের যতটুকু কঠোর হওয়ার প্রয়োজন ছিল, সে ধরনের কোনো অবস্থানে যেতে আমরা দেখিনি। আমরা আশা করি এই অবৈধ পাথর উত্তোলন বন্ধ করার জন্য কর্তৃপক্ষ তাড়াতাড়িভাবে যেন একটা পদক্ষেপ নেয়।’ 

জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বলেন, ‘যারা জড়িত, তাদের উপস্থিতি পাওয়া যাচ্ছে, তাদের তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনা হচ্ছে। আর যদি দেখা যায় তারা কেউ (উপস্থিত) নেই, তবে তাদের পরিবেশ অধিদপ্তর ও অন্যান্য সংস্থার মাধ্যমে মামলা দায়ের করা হচ্ছে।’

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় আলিমুল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আবদুর রহমান নামের আরও একজন আহত হয়েছেন।
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে এক অজ্ঞাত নারীর (আনুমানিক ৩০ বছর) মরদেহের খণ্ডাংশ উদ্ধার করেছে পুলিশ। বস্তাবন্দি মরদেহের মাথা ও শরীরের অন্যান্য অংশ পাওয়া যায়নি। পুলিশের ধারণা, ধর্ষণের পর হত্যা করা...
যশোর সদরের একটি ইটভাটায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাতের এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে।
রাজধানীর তুরাগ থানার রূপায়ণ টাওয়ারের বেসমেন্টে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. হাবিব (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা হয়।
বায়ুদূষণের কারণে তীব্র হচ্ছে বজ্রপাত। দেশের বাতাসে ধুলা, সমুদ্রের লবণ, সালফেট ও কার্বন-কণা বাড়ছে। বাতাসে দুই দশমিক দুই পাঁচ আকারের বস্তুকণার মাত্রাও বেশি জমছে। সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার কারণেও ঘনঘন...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের প্রতি সদয় হতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার এয়ার ফোর্স...
প্রেস উইং জানিয়েছে, প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তাঁর কাজের ভূয়সী প্রশংসা করতেন। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ...
কোপা দেল রে-র ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী উত্তাপ ছড়ানো ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এ ম্যাচ ঘিরে আলোচনা তুঙ্গে। বিশেষ করে ফাইনালের রেফারি বদল করা নিয়ে রীতিমতো...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.