সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আটককে কেন্দ্র করে চলমান অস্থিরতায় বিদেশের কোনো শক্তির ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার বিকেলে সিলেট সার্কিট হাউজে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে চলমান অস্থিরতায় বহির্বিশ্বের কোন শক্তির ইন্ধন থাকতে পারে। এছাড়া দেশের বিভিন্ন পার্টিও এতে জড়িত থাকতে পারে।’
ছাত্রলীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইসকন সদস্য চিন্ময় দাসকে আটক করে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে সম্প্রতি নিষিদ্ধ পার্টিরও ইন্ধন থাকতে পারে।’
গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লোট হওয়া অস্ত্র ও গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘এগুলো উদ্ধার করা না গেলে জনগণের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। অস্ত্র উদ্ধারে কাজ চলছে।’
দেশে গণঅভ্যুত্থানে নিহতের ঘটনায় নির্বিচারে ভুয়া মামলা করা হচ্ছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, ‘ভুয়া মামলায় নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় এজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এর আগে সিলেট নগরীর সার্কিট হাউজে বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। এতে জেলা ও মহানগর পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।