সেকশন

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
Independent Television
 

সুনামগঞ্জে চেকপোস্ট থেকে পুলিশ সদস্যকে ট্রাকে তুলে নিয়ে গেল ডাকাত দল

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৩:২২ পিএম

সুনামগঞ্জের দিরাইয়ে সড়ক থেকে টহল পুলিশের এক সদস্যকে ট্রাকে করে ডাকাতেরা তুলে নিয়ে যাওয়ার পর ওই ট্রাকটি ধাওয়া করে অবশেষে তাঁকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মধ‌্যরাতের এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ডাকাত দলের দুই সদস্যকে।

শান্তিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার মধ‌্যরাতে দিরাই উপজেলা থেকে দ্রুত গতিতে একদল ডাকাত একটি ট্রাকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে দিরাইয়ের শরীফপুর এলাকার চেকপোস্টে ট্রাকটিতে তল্লাশি চালান এক পুলিশ সদস্য। তখন ওই পুলিশ সদস্যকে ট্রাকে তুলে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দলটি। 

বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ট্রাকটিকে তাঁরা ধাওয়া করেন। একপর্যায়ে ট্রাকটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। সাথে সাথে প্রাইভেট কারটি পাশের পুকুরে পড়ে যায়।

এ ঘটনায় প্রাইভেট কারে থাকা দুই যাত্রী  আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা ডাকাতদের গণধোলাই দেন। গণধোলাইয়ে ডাকাত দলের দুই সদস্য আহত হন। তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার করা হয় অপহৃত পুলিশ সদস্যকে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চেকপোস্ট থেকে তুলে আনা পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। 

অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ধান-চাল কেনায় কোনো সিন্ডিকেট থাকবে না। নিয়মিত বাজার মনিটরিং করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় খাদ্য...
মুক্তিপণের দাবিতে অপহৃত শ্রীলঙ্কার তিন নাগরিককে বাগেরহাটের মোল্লাহাট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে মোল্লাহাট উপজেলার দক্ষিণ আমবাড়ি...
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন জানান, শহিদুল নামের এক ব্যক্তির মাধ্যমে তারা কক্সবাজার আসে। এরপর শহিদুল কৌশলে ছয়জনকেই টেকনাফ নিয়ে আটকে রাখে।
ঢাকার নবাবগঞ্জে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে উপজেলার বলমন্তচর এলাকায় ফিরোজ আলী শ্রেষ্ঠ প্রাসাদে এ ঘটনা ঘটে। ডাকাতেরা নগদ ৫০ হাজার টাকা ও ১১ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে...
ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মানুষের জন্য আর্থিক অনুদান দিয়েছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অনুদানের মাধ্যমে সংগৃহীত ফান্ড বুধবার সকালে মালয়েশিয়ান কনসুলেটিভ কাউন্সিল অব...
গণপিটুনিতে নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকেও বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের হামলায় জড়িত...
চলতি মাসের ২৯ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার। গতবছরের একই সময়ের চেয়ে ৩৬ দশমিক ৬ ভাগ বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 
প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ও জম্মু-কাশ্মীর সীমান্তে বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে ভারত। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে হটলাইনে আলাপের সময় ভারতের পক্ষ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.