সিলেটের মোগলাবাজার থানা এলাকার পারাইরচক এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে একজন চালক ও একজন হেলপার নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– ট্রাক চালক শাহীন মিয়া ও হেলপার কামাল মিয়া। দুর্ঘটনাস্থলেই তারা নিহত হন বলে নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, সিলেটের মোগলাবাজার থানা এলাকার পারাইরচকে চাকা পাংচার হয়ে একটি ট্রাক বিকল অবস্থায় সড়কের এক পাশে দাঁড় করানো ছিল। ওই ট্রাকের চালক ও হেলপার বিকল ট্রাকটি মেরামত করার চেষ্টা করছিলেন।
ওসি জানান, এ অবস্থায় শ্রীরামপুর থেকে পারাইরচকের দিকে আসা পাথরবোঝাই অন্য একটি ট্রাক বিকল হওয়া ট্রাকের চালক ও হেলপারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। সড়ক অন্ধকার থাকায় দুর্ঘটনাটি ঘটতে পারে বলেও জানান তিনি।
মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকও। তবে চালক পলাতক রয়েছে বলে জানান মোগলাবাজার থানার ওসি।