আগামী এক সপ্তাহ টানা বৃষ্টির শঙ্কায় সুনামগঞ্জের হাওরাঞ্চলে পাকা ধান দ্রুত কেটে ফেলার জন্য আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক জরুরি মতবিনিময় সভা থেকে এই আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, ‘১৮ এপ্রিল থেকে এক সপ্তাহের বৃষ্টিপাতের ফলে নদ–নদীর পানি বাড়তে পারে। এসময় পাকা ধান কাটতে একটু সমস্যা হতে পারে। এজন্য কৃষক ভাইদের প্রতি অনুরোধ, যে জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে আপনার দ্রুত কেটে নিন। এই পূর্বাভাসে আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন।’
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আরও বলেন, ‘ধান ঘরে তুলার আগ পর্যন্ত জেলা ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হলো।’
সভায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘আবহাওয়া পূর্বাভাসনুযায়ী সুনামগঞ্জ এবং ভারত সীমান্তের পাহাড়ি অঞ্চলগুলোতে স্বাভাবিকের চেয়ে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এসময় হাওরের নীচু এলাকা প্লাবিত হতে পারে এবং পাকা ধান যদি থাকে কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।’
পাউবো নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ‘আমরাও আমাদের পক্ষ থেকে ফসলরক্ষা বাঁধগুলোকে নজরদারিতে রাখছি। যেকোনো প্রকার পাহাড়ি ঢল আসলে যেসব বাঁধে ঝুঁকি আছে সেসব বাঁধের জন্য জিও ব্যাগসহ নানা উপকরণ প্রস্তুত রেখেছি।’
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক মোস্তফা ইকবাল আজাদ বলেন, ‘২ লাখ ২৩ হাজার ৫শ হেক্টর জমির মধ্যে আজ মঙ্গলবার পর্যন্ত ১৫ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে।’
মোস্তফা ইকবাল আজাদ আরও বলেন, ‘এবার ধানের ফলন ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এবার আমরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন করতে পারব।’