সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচল সাময়িক স্থগিত

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৯:০২ এএম

দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার ও আশপাশের এলাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী হাউসবোট প্রবেশ স্থগিত ঘোষণা করেছে প্রশাসন। সুনামগঞ্জ জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এ নির্দেশনা প্রদান করেন।

রোববার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গুয়ার হাওর এলাকার প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ-প্রতিবেশের ক্ষতি রোধে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোটের চলাচল পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। একইসঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর যাবতীয় কার্যকলাপ থেকে সকলকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

এছাড়া, সুনামগঞ্জ জেলার বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণের ক্ষেত্রে জেলা প্রশাসন থেকে বিভিন্ন সময়ে জারিকৃত নির্দেশনা আবশ্যিকভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, হাওর ও হাওরবাসীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন ও পরিবেশবাদী নেতারা সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এমন সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল। 

ওবায়দুল হক মিলন বলেন, শুধু স্থগিত না, টাঙ্গুয়ার হাওরের ভেতরে ইঞ্জিন চালিত নৌযান চলাচল একেবারে নিষিদ্ধ করা দরকার।

প্রসঙ্গত, গত ৬ বছর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে প্রশাসনের নিয়মনীতি তোয়াক্কা না করে অবাধে চলে আসছিল বিলাসবহুল হাউসবোট। প্রতিবছরই হাইসবোটের সংখ্যা বাড়ছে। বর্তমানে প্রায় পাঁচ শতাধিক হাউসবোট হাওরে পর্যটক নিয়ে চলাচল করছে।

গ্যাস সংকটের কারণে ১,৬১০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক বিষয়টি...
ফরিদপুরের মধুখালীতে আলোচিত রাজন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া হত্যার আলামত...
ভারী বৃষ্টি ও উজানের পানিতে বছর না পেরোতে ফের বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১টি স্থান ভেঙে প্রবল বেগে পানি ঢুকে প্লাবিত...
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষায় ১৩টি স্কুল থেকে কোনো শিক্ষার্থীই পাস করেনি। আজ বৃহস্পতিবার দুপুর ২টা এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এই তথ্য পাওয়া যায়। 
প্রাথমিকভাবে অপরাধে সংশ্লিষ্টতা না পেলে আসামি খালাস দিতে পারবেন ম্যাজিস্ট্রেট, সিআরপিসিতে নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে র‍্যাঙ্কিংয়ে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মেসির আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল পাঁচ নম্বরে, রোনালদোর পর্তুগাল...
পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। বৃহস্পতিবার ইসিতে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমের ব্যবহার থাকছে না। এছাড়া...
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ যদি বল হাতে লড়াই করার কিঞ্চিত আশা দেখে থাকেও-বা, সেটা মিটিয়ে দিতে শ্রীলঙ্কার পাওয়ার প্লে-র বেশি লাগল না! ততক্ষণেই যে ম্যাচের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা শেষ!...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.