সৌদি আরব থেকে আমদানি করা জ্বালানি তেলের দাম এক বছর দেরিতে পরিশোধ করতে চায় বাংলাদেশ। এ প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছে দেশটির জ্বালানি প্রতিমন্ত্রী।
মঙ্গলবার বিকেলে বিনিয়োগ ভবনে সৌদি সফর বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় তিনি জানান, শিগগিরই এ ব্যাপারে লিখিত প্রস্তাব দেওয়া হবে।
তিনি জানান, সৌদিতে যৌথ বিনিয়োগে ইউরিয়া সার কারখানা নির্মাণে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটি।
উপদেষ্টা জানান, শুধু রিফাইনারি নয়, বরং বাংলাদেশে একটি পেট্রোকেমিক্যাল কারখানাও করতে চায় সৌদি আরব। নিরাপদ খাদ্য উৎপাদনে দেশের কৃষি খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে সৌদি নীতিনির্ধারকেরা।
এছাড়া পায়রা বন্দর ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে সৌদি মন্ত্রীদের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান সালমান এফ রহমান।