চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তির ছয় মাস পর পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল আনুষ্ঠানিকভাবে চালু করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল। আগামীকাল মঙ্গলবার (১১ জুন) রপ্তানি পণ্য নিয়ে এখান থেকে প্রথম বাণিজ্যিক জাহাজ ছাড়বে। এর মাধ্যমে ‘ল্যান্ড লর্ড পোর্ট’ ধারণার যুগে যুক্ত হচ্ছে চট্টগ্রাম বন্দরের নাম।
গত বছরের ৬ ডিসেম্বর ২২ বছরের জন্য পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার চুক্তি করে সৌদি আরবের রেড সি গেটওয়ে। নানা জটিলতায় টার্মিনালের কার্যক্রম বিলম্বিত হলেও, এখন তা পুরোপুরি প্রস্তুত।
১১ জুন জাহাজ ‘মার্কস দাবাউ’ এখান থেকে রপ্তানি পণ্য বোঝাই করে বন্দর ছাড়বে। এর মধ্যদিয়ে ‘ল্যান্ড লর্ড পোর্ট’ ধারণায় প্রথমবারের মতো যুক্ত হচ্ছে চট্টগ্রাম বন্দর।
তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচিব ওমর ফারুক জানান, পণ্য খালাসে গ্যান্ট্রি ক্রেন না থাকায় আপাতত রপ্তানি পণ্য পরিবহন এবং ক্রেন আছে এমন জাহাজ ভিড়বে এই টার্মিনালে। সব সুবিধা নিয়ে টার্মিনালটি পুরো চালু হতে সময় লাগবে আরও দুই বছর।
এতদিন দুটি কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে দেশি অপারেটর। এবার বিদেশি অপারেটর পরিচালিত এই টার্মিনাল নতুন প্রতিযোগিতা তৈরি করবে। এ জন্য ব্যবহারকারীদের নতুন এক অভিজ্ঞতা দিতে চান টার্মিনাল পরিচালনাকারী কর্তৃপক্ষ।
ভিডিও দেখুন:
আরএসজিটি-বাংলাদেশের প্রধান নির্বাহী এরউইন হ্যাজি বলেন, ‘আমাদের বেশ কিছু লক্ষ্য আছে। আমরা বেশি কন্টেইনার ওঠা-নামা নিশ্চিত করতে চাই। বছরে যেটি চার থেকে পাঁচ লাখ একক হতে পারে। নতুন এই প্রকল্পের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করব। তাঁদের আমরা অংশীদার হিসেবেই সেবা দেব।’পতেঙ্গা কনটেইনার টার্মিনালের তিনটি জেটিতে একসঙ্গে তিনটি জাহাজ ভিড়তে পারবে। বছরে প্রায় পাঁচ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করতে সক্ষম এই টার্মিনাল।